গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ গজারি বন থেকে উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
রবিবার সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের গজারি বনের ভেতর থেকে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারীর (৩৮) পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয়দের ধারণা, অন্য কোথাও হত্যা করে গভীর জঙ্গলে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বনের পাশ দিয়ে হাঁটাচলার সময় ভেতর থেকে গন্ধ পায় স্থানীয়রা। গন্ধের সূত্র ধরে ভেতরে ঢুকে মরদেহটি দেখতে পায়। পরে শ্রীপুর থানা পুলিশকে বিষয়টি অবগত করলে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল ফজল মুহাম্মদ নাসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আইএনবি/বিভূঁইয়া