শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে নিখোঁজের আট দিন পর ৮ বছর বয়সী ফাইজা আক্তার হালিমার অর্ধগলিত লাশ শনিবার রাতে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের হাজী নেয়ামত আলী সড়কের পাশের একটি জমি থেকে উদ্ধার করছে পুলিশ।

ফাইজা ভোলার গাজীর চর গ্রামের আকবর হোসেনের কন্যা। তারা দীর্ঘদিন শিকারপুর এলাকার ভাড়া বাসায় থাকেন।

হাটহাজারী মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ওসি মহিউদ্দীন সুমন জানিয়েছেন, এক সপ্তাহের বেশি সময় আগে ফাইজা তার বাসা থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে পরিবার থানায় একটি জিডি করেছিল। পুলিশ ফাইজাকে খুঁজতে কাজ করছিল। এরমধ্যে শনিবার সন্ধ্যার আগে নেয়ামত আলী সড়কের স্কুলের পেছনের জমিতে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আইএনবি/বিভূঁইয়া