বগুড়া প্রতিনিধি: বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে বগুড়ার ধুনটে এক স্কুল শিক্ষকাকে (৩০) অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সুমন হাসান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ওই শিক্ষিকা বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই ধর্ষককে গ্রেফতার করে। গ্রেফতার সুমন হাসান ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
ধুনট থানা পুলিশ ও মামলাসূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের জনৈক এক ব্যক্তির স্ত্রী ধুনট সদরের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা পেশায় চাকুরি করে। স্কুলে যাওয়া-আসার পথে ওই শিক্ষিকা একই গ্রামের একটি মুদির দোকান থেকে তার সন্তানের জন্য খাবার ও তার মোবাইলে ফেক্সিলোড দিতেন। সেই সুুযোগে দোকানি সুমন হাসান তার মোবাইল নম্বর নিয়ে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। একপর্যায়ে তারা পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এরই এক পর্যায়ে গত ৪ মে ওই শিক্ষিকা স্কুলে প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ওই দোকানের সামনে দাঁড়ালে তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে ঢাকার দক্ষিণ বাইপাইলের চারালপাড়া এলাকার একটি ভাড়া বাসায় আটকে রাখে সুমন। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে এবং ঢাকায় চাকরি নিয়ে দেওয়ার কথা বলে সুমন ওই শিক্ষিকা একাধিকবার ধর্ষণ করে। কিন্তু দীর্ঘদিনেও চাকরি বা বিয়ে বা কোনটাই না পেয়ে ওই শিক্ষিকা প্রতারণার শিকার হয়ে তার বাবার বাড়িতে চলে আসে এবং পরে মামলা দায়ের করে। Вас приглашают на секс милые проститутки Луганска бляди Луганской Народной Республики.
ধুনট থানার অফিসার (ওসি) রবিউল ইসলাম জানান, প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ এনে এক শিক্ষিকা বাদী হয়ে মামলা দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া