শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক

গণতন্ত্র ও দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত হিসেবে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় কাজ করার জন্য শান্তিতে নোবেল পেলেন সাংবাদিক মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ।বাক স্বাধীনতা রক্ষার অসামান্য অবদানের জন্য এই সম্মান অর্জন করেছেন তারা।

আজ শুক্রবার অসলোতে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটে তাদের নাম ঘোষণা করা হয়।

নোবেল কমিটি বলেছে, গণতন্ত্র এবং স্থায়ী শান্তির পূর্ব শর্তই বাক স্বাধীনতা। মারিয়া রোসা ফিলিপাইনের ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ।

নোবেল কমিটির চেয়ার ব্রেইট রাইস-অ্যান্ডারসন বলেন, শান্তি প্রতিষ্ঠায় অসামান্য ত্যাগ স্বীকার করা সাংবাদিকরা সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্য। তাদের প্রতিনিধি হিসেবে এ দুজনের হাতে পুরস্কার তুলে দিতে পেরে নোবেল কমিটি সম্মানিত বোধ করবে।

এ পর্যন্ত ১০২ বার শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। আগের বিজয়ীদের মধ্যে আছেন নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্বাচেভ ও ৪ মার্কিন প্রেসিডেন্ট