শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের মোল্ল্যা কান্দিগ্রামে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জনায়, দীর্ঘদিন যাবৎ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেম্বার তারেক ভূঁইয়া ও জাকির মাদবরের মধ্যে বিরোধ চলে আসছিল। দুপুরে পাশের গ্রামে মারামারি হচ্ছে এমন খবরে উত্তেজিত হয় উভয়পক্ষের সমর্থকরা।

পরে জাকির মাদবরের সঙ্গে তারেক মেম্বারের কথা কাটাকাটি হয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারেক মেম্বারের বাড়ি ঘর ঘেড়াও করে ইট পাটকেল মারতে থাকে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের ১৫টি ঘরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। উভয় পক্ষের কয়েকজন লোক আহত হয়েছে। সংঘর্ষের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া