লঞ্চের ধাক্কায় নারীর পা বিচ্ছিন্ন

আইএনবি ডেস্ক: ঢাকাগামী ফারহানা-৫ লঞ্চের ধাক্কায় ভোলার দৌলতখানের লঞ্চ টার্মিনালে কোহিনুর (৪০) নামে এক নারীর বাম পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মনপুরা থেকে ঢাকা যাওয়ার সময় দৌলতখান লঞ্চ ঘাটে ঘাট করার সময় জোরে চালিয়ে এসে পল্টুনের ওপর ধাক্কা দিলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরে তরিঘরি করে ফারহান লঞ্চটি ভোলার দৌলতখান ত্যাগ করে চলে যায়।

আহত কোহিনুর দৌলতখানের সৈয়দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফরাজি বাড়ির সালাউদ্দিন মিয়ার স্ত্রী বলে জানা যায়। তাকে ঘটনার পর পর দৌলতখান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বজলর রহমান কালের জানান, এখনো কোনো মামলা হয়নি আহতদের পরিবারের পক্ষে। তবে ফারহান-৫ লঞ্চটি আটক করা সম্ভব হয়নি। আমরা সব বিষয়ে খোঁজ নিচ্ছি।

আইএনবি/বিভূঁইয়া