লক্ষ্মীপুরে জেলে-নৌ-পুলিশ সংঘর্ষ

লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের মেঘনা নদীতে রবিবার রাতে সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকার নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় জেলে ও নৌ-পুলিশের সংঘর্ষের ঘটনায় আমির হোসেন নামে এক জেলের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নৌ-পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান সংঘর্ষ ও নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় আরো ৪ পুলিশসহ পাঁচজন আহত হন।

আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের ঘটনায় ১০ জেলেকে আটক করেছে পুলিশ। নিহত আমির হোসেন ভোলা সদর উপজেলার কুতুবপুরার মতলব মিয়ার ছেলে।

আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে জেলে আমিরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকালে তিনি মারা যান।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় তিন জেলে জানান, জেলে আমির হোসেন গুলিতে মারা গেছে। পুলিশ কয়েক রাউন্ড গুলিও করেছিল।

আটকদের নাম-পরিচয় জানা যায়নি। তারাও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নৌ-পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ১১ জেলেকে আটক করা হয়। তারা লাফিয়ে পালানোর চেষ্টা করেছিল। জেলে আমির কী কারণে মারা গেছেন, মেডিক্যাল রিপোর্ট পেলে নিশ্চিতভাবে বলা যাবে।

আইএনবি/বিভূঁইয়া