লকডাউনে মুচলেকা নিয়ে শতাধিক দোকান বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করায় মুচলেকা নিয়ে শতাধিক দোকান বন্ধ করে দিয়েছে পুলিশ।

বুধবার দুপুর থেকে বিকাল ৫টার পর্যন্ত অভিযানের নেতৃত্ব দেন উত্তর চট্টগ্রামে করোনাকালে বিশেষ অভিযানের জন্য দায়িত্বপ্রাপ্ত রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামীম আনোয়ার।

করোনাভাইরাস প্রতিরোধে হাটহাজারী পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি আদেশ-নিষেধ না মেনে শতাধিক দোকানপাট খোলা রেখে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছিল।

খবর পেয়ে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দোকানপাট খোলা রেখে ব্যবসা পরিচালনা করার অপরাধে শতাধিক দোকানপাট বন্ধ করে দেয়।

এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী সহকারী পুলিশ সুপার মো. শামীম আনোয়ার বলেন, করোনারভাইরাস প্রতিরোধে সরকারি বিধি না মেনে হাটহাজারী পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় দোকানিরা আদেশ লঙ্ঘন করে দোকানপাট খোলা রাখবে না মর্মে মুচলেকা দেয়।

আইএনবি/বিভূঁইয়া