কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সোমবার (২ মার্চ) ভোরে জাদিমোড়া-মোছনির গভীর পাহাড়ে র্যাবের বন্দুকযুদ্ধে কুখ্যাত রোহিঙ্গা ডাকাত গ্রুপের সাতজন নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা না গেলেও তারা সবাই কুখ্যাত রোহিঙ্গা ডাকাত জকি গ্রুপের সদস্য বলে জানিয়েছে র্যাব।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব সদরদফতরের মেজর রইসুল ইসলাম মনি বার্তা২৪.কম-কে বলেন, ‘নিহত ডাকাত দলের সদস্যদের কাছে থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে আশপাশে ব্যাপক র্যাব সদস্য মোতায়েন আছে।’
আইএনবি/বিভূঁইয়া