রামগঞ্জে আগুনে পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান

লক্ষ্মীপুর প্রতিনিধি:  লক্ষ্মীপুরের রামগঞ্জে শনিবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রামগঞ্জ সোনাপুর সড়কের পাট বাজার নামক স্থানে অগ্নিকাণ্ডে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাটবাজারের মৃত্যুঞ্জয় কর্মকারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

খবর পেয়ে কিছুক্ষণ পরেই রামগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই আগুনে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায় বলে জানায় ব্যবসায়ীরা।

রামগঞ্জ ফায়ার ষ্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর কামরুল হাসান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত করে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করার জন্য বলা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া