রাজারহাটে অবৈধভাবে বালু উত্তোলনের ৬টি ড্রেজার মেশিন ধ্বংস

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলাজুড়ে কমপক্ষে অর্ধশতাধিক স্পর্টে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি ও মালিকানা জায়গায় অবাধে চলছে বালু উত্তোলনের মহোৎসব।

 

কয়েকদিন ধরে বালু উত্তোলনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এরই প্রেক্ষিতে নবাগত রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহা.যোবায়ের হোসেনের নেতৃত্বে  একদল পুলিশ নিয়ে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নাজিমখান ইউপির মনারকুটি তেলিপাড়া এলাকায় বুড়িতিস্তা নদীর শাখা থেকে ২টি ও রাজারহাট সদর ইউপির হরিশ্বর তালুক পূর্বপাড়া এলাকা থেকে ৪টি ড্রেজার মেশিন জব্দ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ সময় ড্রেজার মালিকদের কাউকে
ভ্রাম্যমান আদালত আটক করতে পারেনি।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহা.যোবায়ের হোসেন বলেন,অবৈধভাবে
বালু উত্তোলন বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে উপজেলাজুড়ে সাঁড়াশি অভিযান চলবে।

আইএনবি/এ.এ/বিভূঁইয়া