রাজশাহীর স্বাস্থ্যবিধি না মেনেই যাত্রী তুলছে গণপরিবহনগুলো

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতেও সারাদেশের মতো দীর্ঘ ৬৬ দিন পর চালু হয়েছে গণপরিবহন। করোনা সংক্রমণ পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অনুযায়ী গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা থাকলেও তা মানছে না কেউ। বিশেষ করে আন্ত:জেলায় যাতাযাত করা গণপরিবহনগুলোতে।

রাজশাহী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, আশেপাশের উপজেলাগুলো থেকে রাজশাহী আসছে বাস। রাজশাহী থেকেও ছেড়ে যাচ্ছে কাছে ও দূরপাল্লার বাস। বাস টার্মিনালে যাত্রীদের বেশ ভিড়। টিকেট কাউন্টারগুলোতে মানা হচ্ছে না শারীরিক দূরত্ব। সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে টিকেট বিক্রির কথা থাকলেও বেশির ভাগ ক্ষেত্রে তা কাজে আসছে না। সরকারি নির্দেশনায় বাসে উঠার আগে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করার কথা। তবে অনেক বাস কাউন্টারে নামে মাত্র স্যানিটাইজার রাখা হয়েছে।

আইএনবি/বি.ভূঁইয়া