রাজধানীতে জনতার মঞ্চ ফাউন্ডেশন এর মাসব্যাপী ইফতার বিতরণের উদ্ভোধন করা হয়

নিজস্ব প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে আজ সোমবার ২৭ মার্চ ঢাকার মানিকনগরে “মারকাযুল কোরান শায়েখ যাকারিয়া মাদ্রাসায়’ শতাধিক এতিম অসহায় ছাত্রদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে জনতার মঞ্চ ফাউন্ডেশন এর মাসব্যাপী কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া।

এসময় আরোও উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল আমীন, সংবাদ বিষয়ক সম্পাদক মোঃ বাবুল ব্যাপারী, দপ্তর সম্পাদক মো: আবদুল মালেক ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া বলেন, আমরা চেষ্টা করি আমাদের মতো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষরাও যেনো রমজানের আনন্দ উপভোগ করতে পারে।

তিনি বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমাদের সংগঠন থেকে মাসব্যাপী ইফতার, সাহরী উপহার হিসেবে বিতরণ কর্মসূচির মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত হতদরিদ্র এবং মধ্যবিত্তদের জন্য ঈদ খাদ্য সামগ্রী উপহার দেওয়ার উদ্দ্যোগ গ্রহন করেছে । এছাড়াও রাজধানীর পথেপ্রান্তে বিভিন্ন এলাকায় রাস্তার পাশে থাকা সুবিধা বঞ্চিতদের জন্য়ে প্রতিদিন ইফতারির পাশাপাশি সাহরী বিতরণ করা হবে।

 

বাবুল ভূঁইয়া আরোও বলেন, আমাদের নিজস্ব কোন চাওয়া পাওয়া নেই , মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।

তিনি বলেন, রমজান মাস আসলে ব্যাক্তিগত ছাড়াও সমাজের অনেক উচ্চবিত্ত এবং সামাজিক সংগঠন আছে নিজেরা চাঁদা তোলে ইফতার পার্টি করে নিজেরাই ভোজনে ব্যস্ত হয়ে পড়েন। সমাজের ঐসব উচ্চবিত্ত এবং সংগঠন গুলোর প্রতি আহবান জানিয়ে বাবুল ভূঁইয়া বলেন, নিজেরা ভোজনে ব্যস্ত না হয়ে সেই অর্থ যেনো সমাজের মধ্যবিত্তসহ অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে বিতরণ করে দেওয়া হয়। তাতে করে কিছু মানুষের মুখে আহার তোলে দেওয়া যাবে।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আল আমীন বলেন, আমাদের সংগঠন জনতার মঞ্চ ফাউন্ডেশন অসহায় ও সুবিধাবঞ্চিত এতিম ছাত্রদের মাঝে এই ইফতার বিতরণ করার মাধ্যমে কিছুটা হলেও উষ্ণতার পরশ ছড়িয়ে দিয়েছে ।

তিনি বলেন, আমাদের এই পথচলায় সকল উপদেস্টা, সাধারণ সদস্য ও শুভাকাঙ্খীসহ যারা সর্বদা ‘ জনতার মঞ্চ ফাউন্ডেশন ‘ এর পাশে থেকে আমাদের সাহস যুগিয়েছেন, পথ দেখিয়েছেন, সহযোগিতা করেছেন তাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে ভালোবাসা ও শুভ কামনা জানাই।

পরে দেশবাসী সহ সংগঠনের সাথে জড়িত এবং সকল শুভাকাঙ্খীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

 

আইএনবি নিউজ