ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বুধবার (১০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার রামপুর এলাকার ত্রিশাল-বালিপাড়া সড়কে বালুভর্তি ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের ত্রিশাল স্টেশন অফিসার রিয়াজুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেছে। আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের ত্রিশাল স্টেশন অফিসার রিয়াজুদ্দিন জানান, উদ্ধারের পর লাশ দুটো থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া