মোটরসাইকেলের ধাক্কায় সেনা সদস্য নিহত

আইএনবি ডেস্ক: বগুড়ায় শুক্রবার রাতে র‌্যাব অফিসের সামনে মোটরসাইকেলের ধাক্কায় আমজাদ হোসেন (৪০) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি জাহাঙ্গীরাবাদ ক্যান্টমেন্ট সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন । বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ।

সদর থানা পুলিশ সূত্র জানায়, নিহত আমজাদ সাতমাথা-বনানী সড়কে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ওই সময় তিনি ছিটকে সড়কে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। তবে মোটরসাইকেলেরচালক ঘটনাস্থলে মোটরসাইকেলটি রেখে পালিয়ে যান। পরে র‌্যাব-১২ সদস্যরা মটর সাইকেলটি জব্দ করে তাদের হেফাজতে নেন।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, নিহত সেনা সদস্য ফুলতলাতে পরিবারসহ থাকতেন। র‌্যাব মোটরসাইকেলটি তাদের হেফাজতে নিয়েছে। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ধরে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের অফিস সূত্র মোটরসাইকেল জব্দের বিষয়টি নিশ্চিত করেছে।

আইএনবি/বিভূঁইয়া