মেয়েকে বাঁচাতে গিয়ে জামাতার হাতে শাশুড়ি নিহত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামে মেয়ে রিমি খাতুনকে জামাতা বাদশা মিয়ার নির্যাতন থেকে বাঁচাতে গেলে রঙ্গিলা খাতুন (৩৫) নামে এক নারীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রঙ্গিলা খাতুন করমদি গ্রামের কৃষক শওকত আলীর স্ত্রী। এ সময় রিমি খাতুনও আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, করমদী গ্রামের রবিউল ইসলামের ছেলে বাদশা মিয়া একই গ্রামের মাঠপাড়ায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। অন্তঃস্বত্বা স্ত্রী রিমি খাতুনকে মারধর করার এক পর্যায়ে তিনি তাকে হাসুয়া দিয়ে কোপ দিতে যান। এ সময় মেয়েকে বাঁচাতে ছুটে আসেন রঙ্গিলা খাতুন। তখন ক্ষিপ্ত হয়ে হাসুয়া দিয়ে শাশুড়িকে আক্রমণ করে বাদশা। ঘটনাস্থলেই রঙ্গিলা খাতুন মারা যান। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে রিমিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার পর বাদশা মিয়া পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানান আব্দুর রাজ্জাক।

আইএনবি/বিভূঁইয়া