মেয়াদ বাড়াল সামাজিক দূরত্ব বজায় রাখার: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার (৩১ মার্চ) যুক্তরাষ্ট্রে সামাজিক দূরত্ব বজায় রাখার সময় বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে আগামী দুই সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। আর এই প্রাদুর্ভাব কমাতেই আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেন।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৫৩ জনে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ লাখ ৫৯ হাজার ৬৮৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ২২০ জন। গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজারের বেশি মানুষ। সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের সংখ্যা নিউইয়র্কে।

এর আগে ট্রাম্পের মেডিক্যাল অ্যাডভাইজর ড. আন্টোনি ফৌসি সতর্ক করে বলেন, করোনাভাইরাসে দুই লাখ আমেরিকান নাগরিকের প্রাণহানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ড. ফৌসি বলেছিলেন, এটি ‘সম্পূর্ণভাবে অনুমেয়’ যে লক্ষ লক্ষ আমেরিকান অবশেষে করোনায় সংক্রামিত হতে পারে।

আইএনবি/বিভূঁইয়া