মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) দিনগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট থানাগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন- সদর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলা ও আদালতের পরোয়ানাভুক্ত সাতজন, গাংনী থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত একজন ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত দুইজন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়।
আইএনবি/বিভূঁইয়া