মুজিববর্ষ উদযাপনে কোন রকম বাড়াবাড়ি নয়: প্রধানমন্ত্রী

আইএনবি ডেস্ক:জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন ছাড়া জাতির পিতার কোন ম্যুরাল স্থাপন না করতেও দলের নেতা-কর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জাতির পিতার আদর্শ অনুসরণ করে জনগণের কল্যাণে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন।

বৈঠক সূত্রে আরও জানা গেছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তাঁর দুঃস্বপ্নের দিনগুলোর কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি মুজিববর্ষ উদযাপনকালে দল ও সংসদ সদস্যদের মধ্যে যাতে দূরত্ব সৃষ্টি না হয়, সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।

জানা গেছে, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে দলের কয়েকজন সিনিয়র সংসদ সদস্যের অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেন। সংসদ অধিবেশন চলাকালে এ সব সিনিয়র সংসদ সদস্য তাঁর পেছনে বসেন।

সভায় বেশ কয়েকজন সংসদ সদস্য তাদের নিজ নিজ এলাকায় বিভিন্ন সমন্বয় কমিটিতে তাদেরকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

আইএনবি/বিভূঁইয়া