মা ইলিশ ধরার অপরাধে ১৭ জেলের কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৭ জেলেকে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করেছে। সরকারী নিষেদ্ধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমান আদালত এ কারাদন্ড করেন।

বৃহস্পতিবার বেলা ১০ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলা বিভিন্ন স্থান থেকে এদেরকে আটক করা হয়। এ সময় ২২৫ কেজি মা ইলিশ মাছ ও ২৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। পড়ে জব্দকৃত মাছ জেলার বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য অফিসার মোহাঃ মজিনুর রহমান বলেন, ইলিশ রক্ষা অভিযানের ৯ম দিনে ইলিশ ধরার অপরাধে ১৭ জন জেলেকে আটকের পর মৎস্য সংরক্ষণ আইনে ১৫দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া