মানুষ ঘরে না থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: মন্ত্রিসভা

আইএনবি নিউজ: সামাজিক দূরত্ব নিশ্চিত করে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে মন্ত্রিসভা বলছে, এটা না করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার গণভবনের বৈঠকে মন্ত্রিসভা জনগণের প্রতি এই আহ্বান জানায় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।

বৈঠকের পর সচিবালয়ে ফিরে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা বার বার অনুরোধ জানিয়েছে জনগণের প্রতি, এটা (করোনাভাইরাস সঙ্কট) অলরেডি আগের থেকে বেড়েছে। সুতরাং জনগণের পরিপূর্ণ সহায়তা ছাড়া এটা কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। সেজন্য সামাজিক দূরত্ব বা কোয়ারেন্টিনের যে কথা বলা হচ্ছে। বার বার মন্ত্রিসভার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, যেন আপনারা সামাজিক দূরত্ব ও যেখানে কোয়ারেন্টিন প্রযোজ্য, আপনারা নিজ দায়িত্বে এটা বাস্তবায়ন করবেন। আর অন্যথায় কোনোভাবেই এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

আইএনবি/বিভূঁইয়া