মাদকবিরোধী অভিযানে রাজধানীতে আটক ৫১

আইএনবি ডেস্ক: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে  ৫১ জনকে বিক্রি ও সেবনের অপরাধে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ৩১ হাজার ৫৬১ পিস ইয়াবা, ১১৫ গ্রাম হেরোইন, ৯ কেজি ৪৩৫ গ্রাম গাঁজা ও ৪০ লিটার দেশিমদ জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

 

আইএনবি/বিভূঁইয়া