কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দির শহীদনগরে রবিবার উপজেলার শহীদনগর এম এ জলিল হাই স্কুলের দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের দুজন যাত্রী নিহত হয়েছেন।
নিহতরা হলেন-দাউদকান্দির ভবানীপুর গ্রামের দুলাল বেপারী (৬৫) ও আবদুস সাত্তার (৬৪)।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, শহীদনগর এলাকায় মাইক্রোবাসটিকে পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এসময় মাইক্রোবাসসহ ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে একজন নিহত হন। গুরুতর আহত অপর একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তবে সামান্য আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আইএনবি/বিভূঁইয়া