চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে চান্দগাঁও থানা পুলিশ বহদ্দারহাট মোড়ে যমুনা ব্যাংকের নিচ থেকে বুধবার (৬ এপ্রিল) রাতে অজ্ঞান ও মলম পার্টির চার সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে চেতনানাশক ট্যাবলেট, মলম ও নগদ ১৪ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়।
ওসি জানান, গ্রেফতারকৃতরা পরস্পর যোগাসাজশে ডাবের পানি এবং মিনারেল ওয়াটারে সঙ্গে চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে কৌশলে পান করিয়ে অজ্ঞান করে। এরপর তেজস্ক্রিয় মলম লাগিয়ে চোখে যন্ত্রণা সৃষ্টি করে পথচারী ও বাসযাত্রীদের টাকাপয়সা ছিনিয়ে নেয়। উদ্ধার নগদ টাকা বিভিন্ন পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে এই কায়দায় নেওয়া বলে স্বীকার করেন তারা।
আইএনবি/বিভূঁইয়া