মক্কা-মদিনায় এই প্রথম ভিড় সামলাচ্ছে নারী নিরাপত্তারক্ষী

আন্তর্জাতিক ডেস্ক: মক্কা-মদিনায় হজ যাত্রার সময় মানুষের ভিড় সামলাতে পুরুষদের পাশাপাশি নারী রক্ষীদেরও নিয়োগ করেছে সৌদি আরব প্রশাসন। ইতিহাসে প্রথমবার নারীদের মক্কা ও মদিনার নিরাপত্তারক্ষী হওয়ার অনুমতি দেওয়া হলো সে দেশে। সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান সেই অনুমতি দিয়েছেন।

এর আগে আরবের একাধিক প্রাচীন নিয়ম বদলে ফেলেছেন তিনি। গাড়ি চালানোয় নারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে তার হস্তক্ষেপে।

সৌদি সমাজে নারীদের আরও স্বাধীনতার পক্ষে কথা বলেছেন তিনি। তার বদৌলতে এই নতুন সিদ্ধান্ত, যেখানে নারীদের নিরাপত্তারক্ষীর কাজে নিযুক্ত করা হয়েছে।

২০২১ সালের সৌদি সেনাবাহিনী ও পুলিশে নারীদের অংশগ্রহণের বিষয়ে ছাড়পত্র দিয়েছিল প্রশাসন। তার পরেই মক্কা ও মদিনার বিভিন্ন স্থানে এই নারীদের দেখা মিলেছে।

জ্যাকেট ও পাজামা পরিহিত এই নারী নিরাপত্তরক্ষীরা সৌদি আরবের প্রথাগত পোশাকের বাইরে বেরিয়ে একটি উদাহরণ তৈরি করেছেন।
সূত্র: রয়টার্স।

আইএনবি/বিভূঁইয়া