ভ্যাকসিন নিলেন রানি এলিজাবেথ

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী এডিনবার্গের ডিউক প্রিন্স ফিলিপ। বাকিংহ্যাম প্যালেসের মুখপাত্র শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উইন্ডসর প্রাসাদে রাজপরিবারের একজন চিকিৎসকের কাছে রানি ও তার স্বামী করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। লকডাউনের পর থেকে ৯৪ বছর বয়সী রানি এবং ৯৯ বছর বয়সী ফিলিপ উইন্ডসর প্রসাদেই অবস্থান করছেন। এরআগে ২০২০ সালের মার্চে এ রাজদম্পতির ছেলে প্রিন্স চার্লসের (৭২) করোনা ধরা পড়ে।

এদিকে যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। মহামারী করোনা থেকে বাঁচতে যুক্তরাজ্যে এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন।
সূত্র: সিএনএন

আইএনবি/বিভূঁইয়া