ভোলা প্রতিনিধি: টানা তিন দিন ভোলার সঙ্গে বরিশালের লঞ্চ স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ভোলা ও বরিশালের বহু মানুষ আটকা পড়ে আছে। এ রুটে নৌযান ছাড়া বিকল্প যানবাহনের ব্যবস্থা নেই বিধায় মানুষের ভোগান্তির চরম আকার ধারণ করেছে।
বিশেষ করে বরিশালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনসহ জরুরী প্রয়োজনে পড়া মানুষেরা ঘন্টার পর ঘন্টা ঘাটে অবস্থান করে নানাভাবে যাতায়াত করছে। তবে এজন্য তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। এতে তাদের ভোগান্তি আর হয়রানির কোন শেষ নেই। এছাড়া ভোলার অন্য উপজেলার সঙ্গে চলাচলকারী বাস বন্ধ থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এদিকে এই ধর্মঘটের বিষয়ে লঞ্চ মালিক সমিতি কিংবা বাস মালিক সমিতি কেউই সুস্পষ্টভাবে কিছুই বলতে পারেনি এবং প্রশাসনও কোনো বক্তব্য দিতে নারাজ।
আইএনবি/বিভূঁইয়া