ভোট কিনতে বাধা দেওয়ায় মারধর

ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কিনতে বাধা দেওয়ায় শাহিন হাওলাদার নামে এক যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে মেম্বার প্রার্থী তানজিল হোসেন মামুনের বিরুদ্ধে।  শাহিনকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এই হামলার ঘটনা ঘটে।

শাহিন হাওলাদার উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া মেম্বার প্রার্থী অহিদ হাওলাদারের ছেলে। এ ঘটনায় তানজিল হোসেনের বিরুদ্ধে দৌলতখান থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে অভিযুক্ত প্রার্থী মামুন বিষয়টি অস্বীকার করেন। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।