ভাষানটেকে আগুনে স্বামী-স্ত্রী ও সন্তান দগ্ধ

আইএনবি নিউজ: রাজধানীর ভাষানটেকে শনিবার দিবাগত রাতে একটি বাসায় আগুনে স্বামী-স্ত্রী ও সন্তান মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হচ্ছেন মোহাম্মদ জাকির (৪০), তাঁর স্ত্রী রানী বেগম (৩৫) ও ছেলে রিয়াদ (১৫)।

গত রাতে আগুনে দগ্ধ হলে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

চিকিৎসকরা জানিয়েছেন তাদের তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধদের মধ্যে জাকিরের ৫৮% শতাংশ, রানীর ৩২% শতাংশ ও রিয়াদের শরীরের ৩৮% শতাংশ দগ্ধ হয়েছে। তারা থাকতেন পশ্চিম ভাষানটেক শ্যামল পল্লী ১৩ নম্বর সেকশনের বাসায়।

রাত আনুমানিক সাড়ে এগারোটায় হঠাৎ বিস্ফোরণে আগুন ধরে যায় তাদের ঘরে। উদ্ধারকারী প্রতিবেশী রিপন সিকদার জানান এসব তথ্য।

দম্পতির আরেক ছেলে রিফাত (১২) গ্রামের বাড়িতে থাকায় বেঁচে গেছে। তাদের বাবা-মা ও গার্মেন্টস কর্মী, ছেলে রিয়াদ কামরাঙ্গীরচরের একটি মাদ্রাসায় পড়াশোনা করে। করোনা ভাইরাসের কারণে ছুটি দিলে সে বাবা-মার কাছে ছিল ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি বলেন তিনজনই চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরো বলেন, কেউই আশঙ্কামুক্ত নয়। তাদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, কোনোভাবে ওই বাসায় গ্যাস সংযোগ লিকেজ হয়ে গ্যাস জমে ছিল। আর এতে বিস্ফোরণে আগুনের ঘটনাটি ঘটে।

আইএনবি/বিভূঁইয়া