ভালোবাসা দিবসে হোটেলে উঠে লাশ হলেন স্ত্রী

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার পৌর শহরের বাজারঘাটা এলাকায় ‘সি বার্ড’ আবাসিক হোটেলের কক্ষ থেকে জেসমিন আক্তার (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হোটেলের ৩১০ নাম্বার কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত জেসমিন বাগেরহাট এলাকার মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

হোটেল কর্তৃপক্ষের বরাতে সদর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) শহরের বাজারঘাটা এলাকায় আবাসিক হোটেল সি-বার্ডের ৩১০ নম্বার কক্ষে উঠেন জেসমিন আক্তার ও মোস্তাফিজুর রহমান দম্পতি। বুধবার দুপুরে স্বামী রুমের বাহির থেকে তালা দিয়ে চলে যান। হোটেল বয়েরা রুমের ভেতর আলো জ্বলতে দেখে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে থানায় খবর দেয়।

ওসি জানান, খবর পেয়ে সিআইডির একটি অপরাধ টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পলাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে।

আইএনবি/বিভূঁইয়া