ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল হেফাজত নেতাদের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: প্রকাশ্যে ক্ষমা চাইতে হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে বলেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। ক্ষমা না চাইলে সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া জেলা ও কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার আইনে মামলা করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ হুঁশিয়ারি দেয় হয়। তাণ্ডব নিয়ে হেফাজত ইসলাম মিথ্যাচার করেছে বলেও দাবি করা হয় ওই সংবাদ সম্মলনে।

সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন শোভন বলেন, ‘হেফাজত নেতারা ঘটনার শুরু থেকেই মিথ্যার আশ্রয় নিয়ে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। হেফাজতের কেউ তাণ্ডবে জড়িত নয়- আমরা তাদের এ বক্তব্যকে নিছক মিথ্যাচার ও অপরাজনীতি বলে মনে করি।’

এ সময় ছাত্রলীগের সভাপতি মো. রবিউল হোসেন রুবেল হেফাজতের চালানো তাণ্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। পাশাপাশি ন্যাক্কারজনক ওই ধ্বংসযজ্ঞের ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান ছাত্রলীগের ওই নেতা।

আইএনবি/বিভূঁইয়া