ব্রাক্ষণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম শাহ আলম সরকারের স্মরণে ইফতার ও খাবার বিতরণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম শাহ আলম সরকার এবং তার বাবা মায়ের স্মরণে তাদের আত্তার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া এবং ইফতার পার্টির আয়োজন করা হয়।
নবীনগর উপজেলার বিটঘর টিয়ারা গ্রামের কৃতিসন্তান, দেবিদ্বার রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নবীনগর সাপ্তাহিক তিতাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব জাহাঙ্গীর আলম সরকার এর ছোট ভাই, মরহুম শাহ আলম সরকার।
শুক্রবার ৩০ এপ্রিল বিকালে জাহাঙ্গীর আলম সরকারের উদ্দ্যেগে নিজ বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার দিক নির্দেশনায় স্বেচ্চাসেবকদের মাধ্যমে ৮ শতাধিক অসহায়, দুস্থ ও গরীবের মাঝে এই ইফতার সামগ্রী মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়।

জনাব জাহাঙ্গীর আলম সরকার আইএনবিকে বলেন, অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে আমার ভাই, আব্বা আম্মার আত্মার শান্তির জন্য সকলের নিকট দোয়া চাই। তিনি বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিবছর এই গরীব দুঃখী মানুষের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়াতে পারি।
আইএনবি/জেআর/সম্পাদনা-বিভূঁইয়া