চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম-কক্সবাজার মহাসডকের পটিয়া পৌর সদরে নতুন বাস স্টেশন এলাকায় একটি খালি বোতলভর্তি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে পটিয়া থানা পুলিশ ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। পুলিশ জড়িত ৫ জনকে আটক করেছে বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার বিকেলে তাদের আটক করা হয। বলে থানা সূত্র নিশ্চিত করেছে।
আটককৃতরা হলেন- ড্রাইভার মঞ্জুরুল হোসেন (৪৫), মো. সোহাগ (৩২), কাইরুল আলাম সুজন (৩৫), মো. সোহাগ (৩২), নজরুল ইসলাম (৪৩) এবং আবুল হোসেন (১৮)।
পটিয়া থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া নতুন বাস স্টেশন এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া