সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে শনিবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুড় পাড়ে দুর্বৃত্তরা রুবেল হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত যুবক বেলকুচি পৌর এলাকার চালা সাতমাথা গ্রামের লোকমান হোসেন ওরফে টিন লোকমানের ছেলে।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার স্থানীয়দের বরাত দিয়ে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর পাড়ে রুবেল মাঝে মাঝে সন্ধ্যায় বসে থাকতো। আজও (শনিবার) বসে ছিল। কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা তাকে দেখতে পেয়ে হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মরিয়ম খাতুনকে ডেকে নিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, মরদেহ হাসপাতালে রয়েছে। উদ্ধারের পর মর্গে পাঠানো হবে। কেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি নিয়ে তদন্তের পাশাপাশি হত্যায় অংশগ্রহণকারীদের শনাক্তে কাজ শুরু করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া