বেপরোয়া গতি আর ভুল লেনের হারিয়ে গেল আট প্রাণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: গতকাল সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমার রশিদপুর এলাকায় সিলেট-ঢাকা রোডে লন্ডন এক্সপ্রেস ও এনা পরিবহনের যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হন অন্তত ২০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, বেপরোয়া গতিতে বাস না চালাতে একাধিক যাত্রী একাধিকবার অনুরোধ করেছিলেন চালককে। কিন্তু চালক সেই অনুরোধ কানে তোলেননি। এক পর্যায়ে এই বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ভুল লেনে চলে যান চালক। আর পরিণতি হিসেবে প্রাণ দিতে হয় আটজনকে।

নিহত আটজন হলেন সিলেটের উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ইমরান খান রুমেল (৩৬), এনা পরিবহনের বাসের চালক মঞ্জুর আলী (৩৮), সুপারভাইজর সালমান খান (২৮), হেলপার জাহাঙ্গীর হোসেন (৩০), লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজর নুরুল আমিন (৫০), ঢাকার ওয়ারী এলাকার বাসিন্দা নাদিম আহমদ সাগর (২০), সিলেট নগরের আখালিয়া নয়াবাজার এলাকার শাহ কামাল (৪৫) ও সুনামগঞ্জের ছাতক বাংলাবাজার এলাকার রহিমা বেগম (৩০)। তাঁদের মধ্যে ছয়জনের মৃত্যু হয় ঘটনাস্থলে। এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান রহিমা বেগম ও নাদিম আহমদ সাগর।

আইএনবি/বিভূঁইয়া