বুয়েট প্রশাসন সতর্কতার ঘাটতি:স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএনবি প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কর্তৃপক্ষের সতর্কতার ঘাটতিকেও দোষারোপ করে বলেছেন, বুয়েট প্রশাসন আরেকটু কেয়ারফুল থাকলে হয়তো এ ধরনের হত্যাকাণ্ড নাও ঘটতে পারতো।

রাজধানীর তেজগাঁওয়ে শুক্রবার দুপুরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আপনারা জানেন বিশ্ববিদ্যালয় প্রশাসন না ডাকলে পুলিশ ভেতরে ঢুকে না। বুয়েট প্রশাসন এ জায়গাটিতে আরও একটু কেয়ারফুল থাকার দরকার ছিলো। সেদিন বুয়েট কর্তৃপক্ষ আরেকটু কেয়ারফুল থাকলে হয়তো এ ধরনের ঘটনা নাও ঘটতে পারতো। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদের প্রতি আরও নজর দেবেন এবং দায়িত্ববান হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

আইএনবি/বিভূঁইয়া