বুয়েট চাইলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে পারে: প্রধানমন্ত্রী

আইএনবি নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি নেই, তবে বুয়েট মনে করলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে পারে।

বুধবার গণভবনে যুক্তরাষ্ট্র ও ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘বুয়েটের কমিটি আছে, তারা যদি মনে করে ছাত্ররাজনীতি বন্ধ করে দিতে পারে। এখানে আমরা কোনো হস্তক্ষেপ করব না। এই যে ছেলেটাকে (বুয়েটের ছাত্র আবরার ফাহাদ) হত্যা করল, এটা তো কোনো রাজনীতি না। বসুনিয়াকে (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রাউফুন বসুনিয়া) যে হত্যা করেছিল সেটা রাজনৈতিকভাবে।’

অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পর সঙ্গে সঙ্গে দোষীরা গ্রেফতার হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া