বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মারধর

রংপুর প্রতিনিধি: খাস জমি থেকে ঘরবাড়ি সরিয়ে না নেওয়ায় রংপুরের বদরগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মারধর করেছে ইউপি সদস্য হারুনুর রশিদ ও তার ভাড়াটে লোকজন। এদিকে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা মারধরের শিকার হলেও থানা পুলিশ ইউপি সদস্যের মামলা নিয়ে মুক্তিযোদ্ধার দুই ছেলেকে থানায় আটকে রাখেন।

বুধবার (১২এপ্রিল) সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের উত্তর মোকসেদপুর ঠনঠনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা জমির উদ্দিন সরকার বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বদরগঞ্জ থানার ওসি হারিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এ সময় শাহাজান ও শাহাদত নামে দুই ভাইকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আটক করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া