বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের মৃত্যুতে শরীয়তপুরের মেয়র পারভেজ রহমানের শোক

শরীয়তপুর প্রতিনিধি।।

সিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংক লিঃ এর চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় জয়নুল হক সিকদারের মৃত্যুতে শরীয়তপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র এ্যাড.পারভেজ রহমান জন গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার ১০ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় দুবাইতে বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার মৃত্যু বরণ করেন।

এক শোক বার্তায় শরীয়তপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র এ্যাড. পারভেজ রহমান জন বলেন, সিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংক লিঃ এর চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় জয়নুল হক সিকদার এর মৃত্যুতে আমরা একজন প্রকৃত দেশপ্রেমিক হারালাম। তাঁর অভাব অপূরনীয়। মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট প্রার্থনা করি মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন।