বিষ খেয়ে মারা গেল দেড় বছরের শিশু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কলাক্ষেতে দেওয়ার জন্য কৌটা ভরা বিষ কিনে ঘরে রেখেছিলেন বাবা। মা ব্যস্ত ছিলেন রান্না ঘরে। একা ঘরে সেই কৌটা পেয়ে খাবার মনে করে খেয়ে ফেলে দেড় বছরের শিশু মাহাদি। এতে সে মারা যায়।

শিশু মাহাদি উপজেলার হায়াতখারচালা গ্রামের আকরাম হোসেনের ছেলে। শিশুটির বাবা আকরাম হোসেন জানান, গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার দিকে শিশুটির মা ময়না বেগম রান্না করছিলেন। ওই সময় একা ঘরে শিশুটি কৌটা থেকে বিষ খেয়ে ফেলে।

ময়না বেগম জানান, হঠাৎ শিশুটি ছটফট শুরু করে। পাশেই বিষের কৌটা খোলা। পরে শিশুটিকে প্রথমে পাশের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে দুপুর ১টার দিকে মারা যায় শিশুটি।

আইএনবি/বিভূঁইয়া