বিশ্ব অর্থনীতিতে মন্দার প্রভাব: আইএমএফ প্রধান

আন্তর্জাতিক ডেস্কঃ
আন্তর্জাতিক অর্থভাণ্ডারের নয়া ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভার কথায় বুঝা যাচ্ছে ভারতীয় অর্থনীতির গতি প্রকৃত অবস্থা খারাপ। আইএমএফ প্রধান মন্তব্য করে বলেন, বিশ্ব অর্থনীতিতে ধীরগতির প্রভাব ভারতে ‘বেশি প্রকট’। শুধু তাই নয়, ভারতের মতো দেশে এই মন্দা যে আরও বেশ কিছুদিন চলবে, তারও পূর্বাভাস দিয়েছেন তিনি।

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার চেয়ারম্যান রজনীশ কুমার কয়েকদিন আগে বলেছিলেন, মন্দার ধাক্কা কাটিয়ে ভারত ঘুরে দাঁড়াচ্ছে। উৎসবের মরশুম পড়তেই অর্থনীতি চাঙ্গা হতে শুরু করেছে। কিন্তু সদ্য দায়িত্ব নেওয়া আইএমএফ প্রধান বললেন, মন্দার প্রভাব আরও দীর্ঘস্থায়ী হবে এসবিআই চেয়ারম্যানের সেই তত্ত্ব কার্যত খারিজ ।

জর্জিভা আরও বলেন, বিশ্বের ৯০ শতাংশ দেশেই ২০১৯-২০ অর্থবর্ষে বৃদ্ধির হার আরও নিম্নমুখী হবে। ভারতে সেই হার হবে আরও বেশি নিম্নগতির।

আইএনবি/সম্পাদনা- বিভূঁইয়া