বিমান দুর্ঘটনার ১৭ দিন পর ৪ শিশুকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ান অ্যামাজন থেকে বিমান দুর্ঘটনার ১৭ দিন পর চার শিশুকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একটি ১১ মাস বয়সী শিশুও ছিল।

বিষয়টি জানিয়ে কলম্বোর প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেছেন, এ খবর দেশের জন্য আনন্দের।

টুইটারে খবরটি শেয়ার করে পেট্রো বলেছেন, সেনাবাহিনীর ‘কঠোর অনুসন্ধান প্রচেষ্টার’ পর ওই শিশুদের খুঁজে পাওয়া গেছে।

গত ১ মে কলম্বিয়ার আমাজোনাস প্রদেশের আরাকুয়ারা থেকে সাতজন আরোহী নিয়ে গুয়াভিয়ার প্রদেশের সান জোসে দেল গুয়াভিয়ার শহরে যাচ্ছিল সেসনা ২০৬ মডেলের একটি বিমান। মাঝ আকাশে থাকা অবস্থায় বিমানটির ইঞ্জিনে গোলযোগ দেখা দিলে সেটি ঘন জঙ্গলে বিধ্বস্ত হয়।

এ দুর্ঘটনায় পাইলটসহ তিনজন প্রাপ্তবয়স্ক নিহত হন। তাদের মরদেহ বিমানটির ভেতরে পাওয়া যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর হারিয়ে যাওয়া ওই চার শিশুকে পাওয়া যায়।

ওই চার শিশুকে খুঁজতে কর্তৃপক্ষ স্নিফার কুকুরসহ ১০০ জনেরও বেশি সৈন্য মোতায়েন করেছিল।

উদ্ধারকারীরা মনে করছেন, নিখোঁজ শিশুরা দুর্ঘটনার পর থেকে দক্ষিণ ক্যাকুয়েটা বিভাগের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল।

এর আগে বুধবার সশস্ত্র বাহিনী বলেছিল যে, উদ্ধারকারীরা ‘লাঠি এবং ডাল দিয়ে তৈরি একটি আশ্রয়কেন্দ্র’ দেখতে পায়। পরে সেখানে অনুসন্ধানের প্রচেষ্টা আরও জোরদার করা হয়। সেখানেই বেঁচে থাকা ওই শিশুরা ছিল।

আইএনবি/বিভূঁইয়া