আইএনবি ডেস্ক: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ট্রেনের ধাক্কায় আব্দুল্লাহ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।
জানা গেছে, কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় প্রথমে সে আহত হয়। পরে রেলওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টায় দিকে মৃত ঘোষণা করেন।
রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় প্রথমে ওই যুবক আহত হয়। পরে হাসপাতালে মারা যায়। যুবকদের কাছে থাকা মোবাইলের মাধ্যমে তার নাম জানা গেছে।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া