বিপিএল ফাইনালের টিকিটের মূল্য চড়া দামে নির্ধারণ

ক্রীড়া ডেস্ক: খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালসের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নামছে আগামীকাল বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের। সন্ধ্যা সাড়ে ৬ টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটির টিকিট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু আগের থেকে দাম বাড়িয়ে ছাড়া হয়েছে টিকিট।

চারটি ক্যাটাগরির টিকিট পাওয়া যাবে বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল উপভোগের জন্য। টিকেটের সর্বোচ্চ মূল্য গ্র্যান্ড স্ট্যান্ডের, সেখানের প্রতি টিকিটের মূল্য ধরা হয়েছে ৩ হাজার টাকা।

গ্রুপ পর্বে এই টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিলো ২ হাজার টাকা। বেড়েছে ক্লাব হাউসের টিকিটের মূল্যও। গ্রুপ পর্বে ছিলো ৫০০ টাকা, যার মূল্য ফাইনালের জন্য করা হয়েছে ৭০০ টাকা।

দক্ষিণ এবং উত্তর গ্যালারির টিকেট মূল্য ৪০০ টাকা করা হয়েছে, যা প্রথমে ছিলো ৩০০ টাকা। পূর্ব গ্যালারির টিকেট মূল্য ১০০ টাকা বাড়িয়ে ধরা হয়েছে ৩০০ টাকা।

মিরপুর স্টেডিয়ামের প্রথম গেটের পাশে করা হয়েছে বুথের ব্যবস্থা। এ ছাড়া শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়ামে পাওয়া যাবে টিকিট।

আইএনবি/বিভূঁইয়া