সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সদর ইউনিয়নের নতুনপাড়া আবাসিক এলাকায় গোসল করতে গিয়ে পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝুমা রাণী সরকার (৩২) ও তার ছেলে দ্বীপ সরকার (৩) নিহত হয়েছেন। এ ঘটনায় পূজা সরকার (৬) নামে অপর এক শিশু গুরুতর আহত হয়েছে।
রোববার (১০ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ঝুমা রাণী সরকার একই এলাকার দেবজ্যোতি সরকারের স্ত্রী।
ওসি মীর মোহাম্মদ আব্দুন নাছের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি শিশু ও তার মায়ের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া