রংপুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের বড় হযরতপুর গ্রামে বিদ্যুৎস্পর্শে মামা ও ভাগ্নের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।
মৃতরা হলেন একই গ্রামের মৃত মমদেল হোসেনের ছেলে মজমুল হোসেন (৩৪) ও মো. শাহজাহান মিয়ার ছেলে বুলু মিয়া (২৮)। সম্পর্কে তারা মামা ও ভাগ্নে।
এলাকাবাসীর বরাতে বড় হযরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া জানান, শুক্রবার কোনো এক সময় শাহজাহান মিয়ার বাড়ির পাশে নির্মাণাধীন দোকানের সামনে জমে থাকা পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। বিকেলে ওই দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় নিজের অজান্তে ওই পানিতে পা রাখা মাত্রই বিদ্যুৎস্পর্শে হয় বুলু মিয়া। তাকে উদ্ধারের জন্য মামা মজমুল এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে দুজনেই মারা যান।
আইএনবি/বিভূঁইয়া