বিটিএ’র উদ্দ্যোগে মানববন্ধন

বরিশাল প্রতিনিধিঃ আজ বিশ্ব শিক্ষক দিবস। এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘দি ইয়াং টিচার্স ফিউচার অব প্রফেশনস।’ ১৯৯৫ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি উদযাপিত হয়ে আসছে।

শনিবার বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ।

মানববন্ধনে সংগঠনের নেতারা জোর দাবি জানান রাষ্ট্রীয়ভাবে শিক্ষক দিবস পালনের জন্য।

শিক্ষক নেতারা বলেন, প্রাথমিক স্তর শেষ করা শিক্ষার্থীদের অনেকেই আর্থিক অস্বচ্ছলতার কারণে লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। শুধু তাই নয়, সুবিধাবঞ্চিত শিশুরা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ফলে টেকসই উন্নয়ন ব্যাহত হচ্ছে। টেকসই উন্নয়নসহ দেশের বৃহত্তর স্বার্থে বিচ্ছিন্নভাবে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ না করে একযোগে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা একান্ত প্রয়োজন।

বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়ার সভাপতিত্বে এবং উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবুল কাশেম, সহ-সভাপতি আলী আজগর হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জামিল প্রমুখ।
সঞ্চালনায় করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. কাওসার আলী শেখ।

আইএনবি/বিভূঁইয়া