শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুরের শুক্রবার (২৮ এপ্রিল) বিকালে গোসাইরহাট থানার নাগেরপাড়া দক্ষিণ বড় কাচনা গ্রামের সাইয়েদ মাস্টারের বসতবাড়ির পেছন থেকে চারটি ব্যাগে ২৪টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নাগেরপাড়া দক্ষিণ বড় কাচনা গ্রামের সাইয়েদ মাস্টারের ঘরের পেছনে চারটি ব্যাগে বোমা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এমন সংবাদ পেয়ে বিকেলে ঘটনাস্থলে গিয়ে বোমাগুলো উদ্ধার করে পুলিশ।
গোসাইরহাট থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলে আমরা জানতে পারি ওই বাড়ির পেছনে বোমা পড়ে আছে। স্থানীয়রা সেখানে ছিলেন। পরে বিকেল ৫টার দিকে পুলিশ গিয়ে ২৪টি তাজা বোমা উদ্ধার করে। এগুলো এখন থানায় আছে।
আইএনবি/বিভূঁইয়া