বাবা-ছেলের প্রাণ কেড়ে নিল বিআরটিসি বাস

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিজয়নগরের বাসলিতলা এলাকায় ছেলেকে স্কুলে পৌঁছানোর জন্য বাড়ি থেকে বাইকে করে রওনা হয়েছিলেন বাবা সাজু মিয়া। স্কুলে পৌঁছানোর আগেই বিআরটিসির একটি বাসের ধাক্কায় সড়কেই মারা যান বাবা-ছেলে।

বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকের এই দুর্ঘটনায় নিহতরা হলেন সাজু মিয়া ও তার ছেলে আলিফ।

গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, দিনাজপুরের ঘোড়াঘাটের বাসিন্দা সাজু চাকরির সুবাদে গোদাগাড়ীতে থাকেন। উপজেলার বিজয়নগর এলাকায় বাসা ভাড়া নিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন তিনি। সকালে বাইকে করে ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন তিনি। সোয়া নয়টার দিকে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে দুজনই মারা যান।

ওসি জানান, দুর্ঘটনার ঘটনায় মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে  ।

 

আইএনবি/বিভঁইয়া