বাজারে ডিমওয়ালা মা ইলিশ বেশি

আইএনবি নিউজ:  নিষেধাজ্ঞা শেষ হবার পর জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। অতিমাত্রায় ডিমওয়ালা মা ইলিশ ধরা পড়ায় নিষেধাজ্ঞার সফলতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

নিষেধাজ্ঞা শেষে বুধবার মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু হয়। এবার বড় আকারের ইলিশ বেশি ধরা পড়ছে। বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় ইলিশের দামও কমে গেছে। এরইমধ্যে রাজধানীসহ সারা দেশের বাজারে ইলিশ আসতে শুরু করেছে। রাজধানীর বাজারে পৌনে দুই কেজি ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে।

গতকাল শুক্রবার রাজধানীর বাজারগুলোতে ৫’শ থেকে এক কেজি ৮শ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে। দামও তুলনামূলক কম। শুক্রবার সকালে যাত্রাবড়ির বাজারের মাছ আড়তে গিয়ে দেখা গেছে, বিক্রেতারা হাঁকডাক দিয়ে ইলিশ বিক্রি করছেন। বাজারে ছোট ইলিশের তুলনায় বড় আকারের ইলিশ বেশি লক্ষ্য করা গেছে। নতুন ধরা ইলিশের মধ্যে এক কেজি ৭শ গ্রাম থেকে এক কেজি ৮শ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি ১২শ থেকে ১৩শ টাকায় বিক্রি হয়েছে।

বরিশালের পোর্ট রোডস্থ ইলিশ মোকামের শতকরা প্রায় ৯৮ ভাগের ইলিশের পেটেই মিলছে ডিম। ডিমওয়ালা মা ইলিশ ধরা পড়ার পর অনেকেই প্রশ্ন তুলেছেন ২২ দিনের নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়ে। তারা বলছেন, জলবায়ুর পরিবর্তন এবং অমাবস্যা পূর্ণিমার হিসাব মিলিয়ে ২২ দিনের এ নিষেধাজ্ঞার মেয়াদকাল পরিবর্তন এখন সময়ের দাবি।

আইএনবি/বিভঁইয়া